Thursday, July 18, 2013

APU's weight loss

মাঝে বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। তার করা সর্বশেষ চলচ্চিত্র মাইও নেম ইজ খান এর কাজ শেষ করেছেন তাও মাস ছয়েক আগে। কিন্তু মাঝের এই বিরতি কারণ প্রসঙ্গে অপু বলেন, মাঝখানের সময়টাতে আমাদের ছবির বাজার খুব একটা ভালো ছিল না। বেশ কিছু ছবিতে কাজের প্রস্তাব ছিল, কিন্তু কাজ করতে চাইনি। কারণ, আমার মনে হয়েছে, ওই ছবিগুলোতে কাজ করলে আমার অভিনয়জীবনে তার নেতিবাচক প্রভাব পড়বে।’

এই লম্বা সময় শুয়ে বসে নষ্ট করেননি মোটেও। ওজন কমিয়েছেন তিনি। অপু জানান, বিরতির সময় তিনি শারীরিক ফিটনেসের জন্য সময় দিয়েছেন। তিনি বললেন, ‘মাঝখানে আমার ওজন বেড়ে গিয়েছিল। এই ছয় মাস নিয়মিত ব্যায়ামাগারে গিয়ে ওজন কমিয়েছি।’ সম্প্রতি আবার তিনি কাজ শুরু করেছেন। জাকির হোসেন রাজুর পরিচালনায় মনের মতো মানুষ পাইলাম না চলচ্চিত্রে তিনি শাকিব খানের সাথে অভিনয় করছেন। অপু জানান, ছবিটির কাজ শুরু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ছবিতে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে।

No comments:

Post a Comment