মোশাররফ করিম সব ব্যাপারে দ্বিধায় থাকে। কোনো কাজ সে ভালোভাবে করতে পারে না। ভেতরে ভেতরে তার মানসিক অস্থিরতা বিরাজ করে। ইতিবাচক ভাবনার চেয়ে নেতিবাচক ভাবনাই তার ভেতরে বেশি। তেমনি প্রেমের ক্ষেত্রেও থাকে দ্বিধা। ভাবনা ও অর্ষা দুই বান্ধবী। মোশারফ করিম একজনের সঙ্গে প্রেম করার পর ভাবে অন্য জনের সঙ্গে প্রেম করলেই ভালো হতো। আবার আরেকজনের সঙ্গে প্রেমের পর বুঝতে পারে আগের জনই ভালো ছিল। এভাবেই এগিয়ে যায় চা অথবা কফি টেলিফিল্মটির কাহিনি। লিটু সাখাওয়াতের রচনায় এটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ভাবনা, অর্ষা, হামিদুর রহমান পাপ্পু, শাহানাসহ আরও অনেকে। টেলিফিল্মটি ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
মোশাররফ
করিম সব ব্যাপারে দ্বিধায় থাকে। কোনো কাজ সে ভালোভাবে করতে পারে না।
ভেতরে ভেতরে তার মানসিক অস্থিরতা বিরাজ করে। ইতিবাচক ভাবনার চেয়ে নেতিবাচক
ভাবনাই তার ভেতরে বেশি। তেমনি প্রেমের ক্ষেত্রেও থাকে দ্বিধা। ভাবনা ও
অর্ষা দুই বান্ধবী। মোশারফ করিম একজনের সঙ্গে প্রেম করার পর ভাবে অন্য জনের
সঙ্গে প্রেম করলেই ভালো হতো। আবার আরেকজনের সঙ্গে প্রেমের পর বুঝতে পারে
আগের জনই ভালো ছিল। এভাবেই এগিয়ে যায় চা অথবা কফি টেলিফিল্মটির কাহিনি।
লিটু সাখাওয়াতের রচনায় এটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এতে অভিনয়
করেছেন মোশাররফ করিম, ভাবনা, অর্ষা, হামিদুর রহমান পাপ্পু, শাহানাসহ আরও
অনেকে। টেলিফিল্মটি ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে
প্রচার হবে। - See more at:
http://www.priyo.com/2013/07/16/24257.html#sthash.GWxUQdps.dpuf
No comments:
Post a Comment